সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক

Sadek Ali
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত এক সপ্তাহে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত হতে বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করেছে বিজিবি। আটককৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ২৫ বোতল মদ, ১৭২ বোতল ফেন্সিডিল, ৯০০ পিস ক্যাটাগ্যা ট্যাবলেট এবং ১১৮ বোতল ভারতীয় উইনসিরাক্স সিরাপ।

গত ২৩ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, কাকডাঙ্গা, চান্দুরিয়া বিওপি এর টহলদল সীমান্ত এলাকা থেকে উক্ত মাদক দ্রব্য আটক করে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবি এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে পৃথক পৃথক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত পরিমান আটক করে।

বিজিবি আরো জানায়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে। দেশের তরুন যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন বলে বিজিবি জানিয়েছে।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ