রাজধানীতে ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪২ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরের আসবাবপত্রে আগুন লাগিয়ে ভাঙচুর চালায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন। এরপরই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

এর আগে, গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ওইদিনও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবারও কিছু নেতাকর্মী পেছন দিক থেকে এসে কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এই সময় কার্যালয়ের নিচে একটি স্টোররুমের গেট ভেঙে অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরা কিছুটা পিছু হটলে পুলিশ আগুন নিভিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।