ভারী অস্ত্র উদ্ধারে সরকারের কোনও ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকারের কোনো ধরনের ব্যর্থতা নেই। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ভারী অস্ত্র উদ্ধারে সরকার অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করছে। অভিযান চলমান রয়েছে এবং কোনো ধরনের ব্যর্থতা নেই।”

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই এ আইন প্রণয়ন করা হয়েছে। বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকরা বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তিনি জানান, দেশজুড়ে ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা ফায়ার সার্ভিসের সহায়ক বাহিনী হিসেবে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এসব ভলান্টিয়ারের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সম্ভাবনাও সরকার বিবেচনা করছে।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় বিশেষ অবদান রাখার জন্য ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে পুরস্কৃত ও সম্মাননা জানানো হয়।