ঢাকায় চলছে ইসির মক ভোটিং

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২৮ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সম্ভাবনা বিবেচনায় রেখে পুরো প্রক্রিয়ার কার্যকারিতা পরীক্ষা করতে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলবে এই পরীক্ষামূলক ভোটগ্রহণ। এতে নারী-পুরুষ মিলিয়ে ৫০০ ভোটার অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: প্রবাসীদের ভোটে সাড়া, দেশে পৌঁছেছে ১ লাখ ৩৯ হাজারের বেশি ব্যালট

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে হলে আগেভাগে প্রস্তুতি যাচাই করা জরুরি। মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে ভোটকেন্দ্র বাড়ানো, সমন্বয় প্রয়োজনীয়তা, ভোটকক্ষ বা জনবল বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: শেরপুরের সংঘাতে ইউএনও ও ওসি প্রত্যাহার

ইসির কর্মকর্তারা জানান, এই পরীক্ষামূলক ভোটে অংশ নিচ্ছেন সিনিয়র নাগরিক, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া সম্প্রদায়ের সদস্য, প্রতিবন্ধী ভোটার এবং ইটিআই প্রকল্পভুক্ত অন্যান্য ভোটার।

মক ভোটিং পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তার সঙ্গে রয়েছেন দুইজন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ইসির নিজস্ব ছয়জন প্রিজাইডিং অফিসার, পাঁচটি কেন্দ্রে ১০ জন পোলিং অফিসার এবং ২০ জন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

পর্যবেক্ষণে রয়েছেন বিদেশি সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)। দেশীয় পর্যবেক্ষক হিসেবে মাঠে রয়েছে বিবি আছিয়া ফাউন্ডেশন ও বিয়ান মনি সোসাইটি।