এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্মকর্তাদের মত বিনিময় হয়েছে।

আজ সোমবার বিকেলে মার্কিন দূতাবাসের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রীলঙ্কার কলম্বোয় নিযুক্ত এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে কেইস ফেরেল। এসময় মার্কিন প্রতিনিধিদলে আরো ছিলেন, এফবিআই ঢাকার স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট সুসান ফিনবি, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরন এবং ঢাকার মার্কিন দূতাবাসের পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া, এটিইউ’রর পক্ষ থেকে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা এটিইউ’রর বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। মার্কিন প্রতিনিধিদল এটিইউ’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 

ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ এক সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

সূত্র: বাসস