‘জামিন পাওয়ার পর এক ক্লিকেই আদেশ যাবে কারাগারে, কমবে হয়রানি’
হয়রানি কমাতে বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এর ফলে আদালত থেকে জামিন পাওয়ার পর মাত্র এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে জামিন আদেশ পৌঁছে যাবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
ড. আসিফ নজরুল বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এই প্রক্রিয়ার কিছু ধাপে আর্থিক ব্যয়ও করতে হয়। তাই সাধারণ মানুষের হয়রানি কমাতে জামিননামা অনলাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কাল (বুধবার) থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে।
তিনি আরও বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করেছি—একদম নিজেদের উদ্যোগে, কোনো সহযোগিতা ছাড়াই।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
এ সময় আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।





