সিভিল এভিয়েশন একাডেমিতে ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজারস কোর্স’ সমাপ্ত
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর আয়োজনে “এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজারস কোর্স” মঙ্গলবার (২১ অক্টোবর) সিভিল এভিয়েশন একাডেমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণ কোর্সটি দেশের বিমানবন্দরসমূহে নিরাপত্তা ব্যবস্থাপনার মানোন্নয়ন, আধুনিক নিরাপত্তা কৌশল বিষয়ে কর্মকর্তাদের জ্ঞান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম পরিচালনা নিশ্চিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী, বেবিচকের এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন পরিচালক জনাব ইফতেখার জাহান এবং এভসেকের অন্যান্য প্রশিক্ষক কর্মকর্তাবৃন্দ।
কোর্সে অংশগ্রহণ করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিভিন্ন এয়ারলাইন্সে কর্মরত এভসেক কর্মকর্তারা।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বলেন, “বিমানবন্দর নিরাপত্তার কার্যকারিতা নির্ভর করে দক্ষ ব্যবস্থাপনা ও সঠিক তদারকির ওপর। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে এবং যাত্রীদের নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক মান নিশ্চিত করবে।”
কোর্স চলাকালীন অংশগ্রহণকারীরা বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, সংকট ব্যবস্থাপনা, নিরাপত্তা তদারকি ও সমন্বয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেছেন।





