বিএমএ ‘হল অব ফেইম’-এ নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের অন্তর্ভুক্তি
চট্টগ্রাম, ৩০ অক্টোবর ২০২৫: বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
‘হল অব ফেইম’ হলো বিএমএ-এর ঐতিহ্যবাহী সর্বোচ্চ সম্মাননা, যা নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। এবারই প্রথমবারের মতো বাহিনী প্রধান হিসেবে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান এ সম্মানে ভূষিত হলেন। অনুষ্ঠানে দুই বাহিনীর প্রধানগণের সহধর্মিণীসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
নৌ ও বিমান বাহিনী প্রধান দুজনই ১৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে ১৯৮৪ সালে যৌথ সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং ১০ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ১৯৮৬ সালে নিজ নিজ একাডেমি থেকে কমিশন লাভ করেন।
এরপর এডমিরাল এম নাজমুল হাসান ২৪ জুলাই ২০২৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর ১৭তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ১১ জুন ২০২৪ সালে বিমান বাহিনীর ১৭তম প্রধান হিসেবে দায়িত্ব নেন।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
বিএমএ সূত্রে জানা গেছে, এর আগে সাতজন সেনাবাহিনী প্রধান এই গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি আর্টডক, জিওসি ২৪ পদাতিক ডিভিশন, বিএমএ কমান্ড্যান্ট, ইবিআরসি কমান্ড্যান্ট, চা বোর্ড চেয়ারম্যান, সিপিএ চেয়ারম্যান, কমচিট, কমব্যান, এএসডি, এওসি বিএএফ জহুরসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।





