মৎস্য অধিদপ্তরের উপদেষ্টার প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছেতবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্যার সৈয়দ রোড এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ফরিদা আক্তারের প্রতিষ্ঠানের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করেন এবং রাস্তার ওপর আরেকটি ককটেল ছুড়ে দেনউভয় ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দা ও প্রতিষ্ঠানের কেয়ারটেকাররা দ্রুত বাইরে বের হয়ে আসেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রমাণ সংগ্রহ করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “সকালে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের উদ্দেশ্য ও কারণ এখনও পরিষ্কার নয়। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।