নতুন পোশাকে রোববার থেকে মাঠে নামছে পুলিশ
বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শনিবার থেকে। দীর্ঘদিন ধরে সংস্কার দাবি উঠার পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাকের অনুমোদন দেয়, যার পর সীমিত পরিসরে সদস্যদের কাছে পোশাক হস্তান্তর শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপির সদস্যদের মধ্যেই নতুন পোশাক পৌঁছানো হচ্ছে। পূর্বের নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি নির্ধারিত রঙ এখন থেকে রেঞ্জ ও মহানগর পর্যায়ের সদস্যরা পরিধান করবেন।
আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, নতুন পোশাক আজ থেকে কার্যকর হলেও পুরো বাহিনীতে এটি পৌঁছাতে কিছুটা সময় লাগবে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, তাদের ইউনিটে পোশাক এখনো এসে পৌঁছায়নি, তবে দ্রুতই হাতে পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ ছাড়াও র্যাব এবং আনসার বাহিনীর জন্যও নতুন পোশাক অনুমোদন করা হয়েছে। তিন বাহিনীর জন্য তিন ধরনের ডিজাইন বাছাই করা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন হবে।
তিনি আরও উল্লেখ করেন, বাহিনীর কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে নতুন ইউনিফর্মের পাশাপাশি সদস্যদের মানসিকতার পরিবর্তনও জরুরি।





