ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭, আহত অর্ধশতাধিক
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে সাতজনের মৃত্যু এবং অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কারণে রাজধানী, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রাজধানী ঢাকায় নিহত ৩
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জে নিহত ২
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের সময় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে আহত হয়েছে। একই এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এ ছাড়াও জেলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
নরসিংদীতে নিহত ২
উৎপত্তিস্থল নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় একটি বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এতে তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।
একই উপজেলায় মাটির দেওয়াল ধসে পলাশের মালিতা গ্রামে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলাজুড়ে ভূমিকম্পে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসাথে তিনজন আহত হয়েছেন।





