খন্দকার নজমুল হাসানকে ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ
ছবিঃ সংগৃহীত
পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি লজিস্টিকস খন্দকার নজমুল হাসানকে ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত খন্দকার নজমুল হাসানকে অতিরিক্ত এ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
ফজলুল করিম অতিরিক্ত আইজিপি পদোন্নতি পেয়ে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে নিয়োগ পাওয়ায় বেশ কিছুদিন ধরেই পুলিশের গুরুত্বপূর্ণ ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন পদের দায়িত্বটি শূন্য ছিল।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির





