বঙ্গোপসাগরে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সপ্তাহ পার না হতেই মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে সাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকায় কোনো কম্পন অনুভূত হয়নি।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)–এর বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২০.৫৬° উত্তর অক্ষাংশ ও ৯২.৩১° পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

গত এক সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগর ও মিয়ানমার এলাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত বুধবার (২৬ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রা এবং সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় ভূকম্পন টের পান স্থানীয়রা।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার অনুভূত কম্পনটির মাত্রা ছিল ৪.৯, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

তবে পরপর কয়েকটি কম্পন সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্প সাধারণত উপকূল থেকে দূরে হওয়ায় সেগুলো জনবসতিতে অনুভূত হয় না।