নবীগঞ্জে তোলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তোলার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউন ও পাশের লেপ-তোশক দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। মার্কেটের দ্বিতীয় তলায় থাকা কৃষি ব্যাংক শাখার কর্মী ও আশপাশের ব্যবসায়ীরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নবীগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।”
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তাধীন রয়েছে।





