সামনে নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০০ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শুরুতে কিছু সমস্যা থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। তিনি মনে করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা হয়ে আসছে।  

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মত প্রকাশ করেন।  

আরও পড়ুন: তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচন হবে একটি “আদর্শ নির্বাচন।” সেই নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে পরাজিত প্রার্থী বা অংশগ্রহণকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে—সেই প্রস্তুতি নিয়েই এগোতে হবে। ভালো একটি নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করাই আমাদের লক্ষ্য।”  

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো এই দুই খাতে অধিক বিনিয়োগ করে, কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে সাম্প্রতিক সময়ে ৩ হাজার চিকিৎসক এবং সাড়ে ৩ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বাড়তি বাজেটের সুফল আগামী বছর দৃশ্যমান হবে বলে মন্তব্য করেন তিনি।  

আরও পড়ুন: কাজী গোলাম মোস্তফা এলজিডির নতুন প্রধান প্রকৌশলী

আলু রপ্তানি বিষয়ে তিনি বলেন, “বিশ্ববাজারে নিয়মিত আলু আমদানিকারক দেশ খুব বেশি নয়। তাই রপ্তানি কাঠামো সহজ নয়। তবে সুযোগ এলে রপ্তানি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।”  

বিদেশে মানবসম্পদ রপ্তানিতে দক্ষতার ঘাটতির কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে কর্মরতদের বেশিরভাগই কম বেতন পান কারণ প্রয়োজনীয় দক্ষতা নিয়ে যাচ্ছেন না। তিনি জানান, বিশ্বব্যাপী নার্সের চাহিদা প্রচুর এবং দক্ষতা অর্জনের মাধ্যমে এ খাতে বড় সুযোগ তৈরি হতে পারে।  

প্রাণিসম্পদ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর অঞ্চলে দেশি গরুর উৎপাদন ভালো এবং এসব গরুর মাংসের বাজারমূল্যও বেশি। ঢাকাতেও এ মাংসের চাহিদা থাকায় প্রাণিসম্পদ বিভাগকে এই সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।  

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।