চলতি মাসে সরকারি চাকরিজীবীদের টানা তিন দিনের ছুটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০২ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের আরামদায়ক ছুটি। মাসজুড়ে থাকা দুটি সাধারণ ছুটির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি।

এবার বড়দিন বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন—শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে তিন দিনের টানা অবকাশের সুযোগ তৈরি হয়েছে। ফলে সরকারি কর্মচারীরা বছরের শেষ প্রান্তে একটু বাড়তি বিশ্রামের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: দেশের মানুষ নির্বাচন্মুখী, এখন ভোট স্থগিতের সময় নয়

এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির বার্ষিক তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকেলে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, আগামী বছরে মোট ছুটি থাকছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত স্বতন্ত্র ছুটি থাকবে ১৯ দিন।

প্রেস সচিব আরও জানান, নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিনের তালিকাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, যা পরবর্তী বছর সরকারি কর্মসূচি ও অফিস পরিচালনায় নির্দেশিকা হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: কেএমপি কমিশনারসহ পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি