ডিএমপি কমিশনারের সতর্কবার্তা
তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ বন্ধ রাখুন
ছবিঃ সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শীঘ্রই ঘোষিত হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অন্তর্বর্তীকালীন সরকার সকলকে বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
ডিএমপি জানিয়েছে, তফসিল ঘোষণার পর উক্ত নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে যাতে নির্বাচনকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
ডিএমপি কমিশনারের এই সতর্কবার্তা নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও অবাধ রাখতে নেওয়া প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





