সংসদ নির্বাচনের তফশিল আগামিকাল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশনের আগারগাঁও কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন।

ভাষণ রেকর্ড শেষে কমিশনারদের সঙ্গে বৈঠক হয় সিইসির কক্ষে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: রিজওয়ানা হাসান তথ্য, আদিল এলজিআরডি ও আসিফ নজরুল যুব ও ক্রিয়ার দায়িত্বে

সিনিয়র সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করা হবে।

আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো রায় হাতে পাইনি। আপাতত কমিশনের গেজেটেড ৩০০ আসন অনুযায়ীই তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় হাতে পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।”

আরও পড়ুন: সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি: রয়টার্স