দপ্তর পুনর্গঠন
রিজওয়ানা হাসান তথ্য, আদিল এলজিআরডি ও আসিফ নজরুল যুব ও ক্রিয়ার দায়িত্বে
দেশের দুই উপদেষ্টা পদত্যাগ করার পর তাদের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক গেজেট নোটিফিকেশনে নতুন দায়িত্বের ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, সমুদ্র বাহিনী, জন প্রশাসন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধান দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
ড. আফিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব বণ্টনের আওতায়, জনাব আদিলুর রহমান খানকে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধান দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
সেইমতো, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
গেজেট নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, আগের সব আদেশ ১৬ আগস্ট ২০২৪ থেকে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর নয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই পুনর্বণ্টন কার্যকর হয়েছে।
পুনর্বন্টনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন





