স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একাত্তরে স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই স্বাধীনতার শত্রুরা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তবে বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।”

আরও পড়ুন: তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সেই যুদ্ধের সমাপ্তি ঘটে। “এই দিনটি বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা স্বাধীনতার ঘোষকের মাজার জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছি এবং শপথ নিয়েছি—স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখব।”

বিজয় দিবসের দিনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

আরও পড়ুন: ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল প্রতিযোগিতা শুরু করল বিএনপি

তারেক রহমান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের নেতা তারেক রহমান বর্তমানে নির্বাসিত অবস্থায় বিদেশে আছেন। আমরা আশা করছি, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার দেশে ফেরা গণতন্ত্রের সংগ্রামকে আরও বেগবান করবে।”

সকাল ৯টা ৫৫ মিনিটে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিএনপির মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ড্যাব, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে শেরে বাংলা নগরে নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগানে সমাধিস্থল প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কয়েক হাজার নেতা–কর্মী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।