শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত: নাহিদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বিবেচনায় নিয়ে শাহবাগে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচি পুরোপুরি বাতিল নয়—বিকল্প হিসেবে বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, জুমার নামাজের পর জনসমাগমকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার আশঙ্কা এড়াতেই শাহবাগের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক

নাহিদ ইসলাম তার পোস্টে আন্দোলনকারীদের সর্বোচ্চ সংযম ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জনরোষকে কাজে লাগিয়ে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতেই কৌশলগতভাবে কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ন্যায্য আন্দোলন শান্তিপূর্ণ হওয়া জরুরি। জনগণের ক্ষোভকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাঙচুর বা জানমালের ক্ষতি হলে তা আন্দোলনের লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করবে। এজন্য সমর্থকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: হাদির হত্যাকারীরা ভারতে থাকলে সম্পর্ক থাকা উচিত নয়: নাহিদ ইসলাম

উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে সাবেক দুই মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার মতো ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রেক্ষাপটে নতুন করে অরাজক পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ের কর্মসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।