হাদী গুলিবিদ্ধের ঘটনায় ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রেক্ষাপটে তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টারের সকল কার্যক্রম স্থগিত থাকবে এবং এই সময় প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।

আরও পড়ুন: শরীফ ওসমান হাদীকে সুস্থতার জন্য জামায়াত আমিরের প্রার্থনা, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা

পরে একই পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। সেন্টারের স্বেচ্ছাসেবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আহত শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত বিষয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। এ কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় আপাতত এক সপ্তাহের জন্য ইনকিলাব কালচারাল সেন্টারের সব আয়োজন ও কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কঠিন সময়ে সবার কাছে দোয়া কামনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যেই সেন্টারের কার্যক্রম যথারীতি পুনরায় শুরু করা হবে।

আরও পড়ুন: নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমি জনগণের সঙ্গে থাকব: তারেক রহমান

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।