নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা

রোববার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বসছেন সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৬ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে আজ শনিবার সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। একই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের আগারগাঁওস্থ সচিবালয়ের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ছয় গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়ল, বাড়তি খরচ গুনছেন যাত্রীরা

সভায় অন্যান্য নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদর দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর ভূমিকা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্র আরও জানায়, সভা শেষে তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও নির্বাচন কমিশনাররা যৌথভাবে গণমাধ্যমকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা প্রস্তুতি এবং নির্বাচনী পরিবেশ নিয়ে ব্রিফিং করতে পারেন।

আরও পড়ুন: দুপুরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি