দুপুরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলাদা সভা করবেন সিইসি।

আরও পড়ুন: তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

সূত্র অনুযায়ী, সিইসির সভাপতিত্বে দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শুরু হবে। বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, বাহিনী মোতায়েন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

আরও পড়ুন: ছয় গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়ল, বাড়তি খরচ গুনছেন যাত্রীরা

উভয় সভায় প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসি সূত্র। আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই সমন্বয়মূলক বৈঠকগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।