ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:০১ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রা শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

পথযাত্রাটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব–সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর–১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

কর্মসূচিতে অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, হাদির বিচারের জন্য এসেছি। হাদির বিচার কেন হবে না—আমরা জানতে চাই। এই সরকার কেন বিচার করবে না?

মার্চ ফর ইনসাফে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল—‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’,‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

আয়োজকরা জানান, এই পথযাত্রায় ১০টি পিকআপে করে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এ সময় ইনকিলাব মঞ্চ তাদের ঘোষিত চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

নেতাকর্মীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।