জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২)(ক) অনুযায়ী বিচারপতি ফারাহ মাহবুবকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন দেশের বিচার বিভাগে সহকারী জজসহ বিভিন্ন স্তরের বিচারক নিয়োগ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!