মে দিবসে এনডিপি’র শ্রমিক সমাবেশ
মহান মে দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) শ্রমিক-জনতা সমাবেশ ও গণমিছিল করেছে। আজ (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটের অন্যতম এনডিপি এই আয়োজন করে।
এনডিপি সভাপতি কেএম আবু তাহেরের সভাপতিত্বে ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুনের (সোহেল) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) বীরপ্রতীক সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। বক্তব্য দেন মুসলিমলীগ সভাপতি অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী।
আরও পড়ুন: মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যা থেকে এই দেশ ও দেশের প্রশাসন অনেক দূরে। সরকার এখন আর জনগণের কথা ভাবে না তারা যে করেই হোক ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতেই ব্যস্ত। এখন সময় এসেছে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করে শ্রমিক-জনতার দাবি আদায় করে একটি সুখী সমৃদ্ধশালী মুক্তিযোদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন আমাদের প্রিয় রাসূল (সা.) বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিতে হবে কিন্তু এখন ঈদের আগে বেতন বোনাসের জন্য শ্রমিকদের রাস্তায় নেমে আন্দোলন করে মজুরি আদায় করতে হয়। যদি দেশে নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন হয় তবে ভোটাররা ঈমানদার প্রার্থীদের জয়ী করে মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে।
এনডিপি চেয়ারম্যান কেএম আবু তাহের বলেন, একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে শ্রমিক-জনতা সমতার সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
আরও পড়ুন: খালেদা জিয়াকে নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে
এনডিপি মহাসচিব বলেন, ১৮৮৬ সনের শ্রমিক আন্দোলন এক দিনে হয়নি। দাবি আদায়ে শ্রমিকদের বছরের পর বছরের পুঞ্জীভূত আন্দোলন ও চেষ্টাই ১ মে চূড়ান্ত বিজয় এনে দিয়ে ছিল; গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠায় একসঙ্গে এই ২০২৩ সনেই রাস্তায় নেমে গণ-আন্দোলন করতে হবে। আমাদের কষ্টার্জিত অর্থ তারা বিদেশে পাচার করবেন আর আমাদেরকে বৈদেশিক মুদ্রার অভাবে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে হবে।





