পাবনার সাঁথিয়া পৌর জামায়াতের যুববিভাগের উদ্দোগে যুব সম্মেলন অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত
পাবনায় সাঁথিয়া পৌর জামায়াতে ইসলামীর যুববিভাগের উদ্দোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলার পৌর সদর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্তরে পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও আসলাম খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রটারী মাওলানা আব্দুল গাফফার খাঁন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এসময় আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন জেলা জামায়াতে যুব বিভাগের সভাপতি এ্যাডভোকেট আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী আনিসুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।