তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম :ডা. মাজহার

AK Azad
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১০:৫০ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের সেরা। কবির ভাষায়, 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি।' অথচ, গত ১৬ বছর ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের কাছে ফ্যাসিস্ট সরকার অসহায় আত্মসমর্পণ করেছিলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র্র মেরামতে ভীনদেশী সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবিলা করার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।

আগামী নির্বাচন বাংলাদেশকে সঠিকভাবে মেরামতের নির্বাচন। বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীরা এই গণতন্ত্রের জন্যই গত দেড়যুগ অমানবিক নির্যাতন মাথা পেতে নিয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক রাশেদুল হক।
অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মা উ শি) অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের উদীয়মান ছাত্র ছাত্রীরা নৃত্য, গান, বক্তৃতা, ইংরেজি বক্তৃতা পরিবেশন করে।

মাউশি'র উপ-পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, সারাদেশে বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তারুণ্যের অগ্রযাত্রা নিশ্চিত করতে চায়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাওসার মোল্লা, শামসুল হক তারা, মাফিকুর রহমান সেলিম, মাহবুব আলম মাস্টার, অধ্যাপক শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রিয় সহ এলকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।