বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৫টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে।
বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি প্রথমবারের মতো ঢলে পড়ে যান। তবে দ্রুত দলীয় নেতাকর্মীরা তাকে সহায়তা করে উঠে দাঁড়াতে সাহায্য করেন। কিছুক্ষণ পর তিনি আবারও বক্তব্য শুরু করেন। তবে দ্বিতীয়বারের মতো আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। এরপর তিনি মঞ্চে বসে থেকেই বক্তব্য শেষ করেন।
আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আগামীর বাংলাদেশে আরেকটি লড়াই হবে। একটি লড়াই আমরা করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই লড়াইয়েও আমরা জয়ী হব।”
তিনি আরও জানান, সমাবেশে অংশ নিতে গিয়ে জামায়াতের তিনজন কর্মী ইন্তেকাল করেছেন। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার
এই ঘটনাকে কেন্দ্র করে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে পরে সমাবেশের কার্যক্রম যথারীতি চলতে থাকে।