জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু, আহত ২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ৭:২৩ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ (৫২) নিহত হয়েছেন। এতে আরও অন্তত দুইজন জামায়াত কর্মী আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন মাওলানা আবু সাঈদসহ কয়েকজন। হঠাৎ তিনি লক্ষ্য করেন, তার গাড়ির ব্যানার খুলে গেছে। সেটি ঠিক করতে গেলে পেছন দিক থেকে একটি দ্রুতগতির বাস এসে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

নিহত মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী ছিলেন। তার পরিবারে স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে বিবাহিত, মেজো মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন, তৃতীয় কন্যা দাখিলে জিপিএ-৫ পেয়েছেন এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। মরদেহ দাকোপে পৌঁছানো হয়েছে। সেখানে পারিবারিক ও সাংগঠনিকভাবে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত ৩টার দিকে দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।”

আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

এদিকে, শনিবার ঢাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে খুলনা জেলা ও মহানগর থেকে প্রায় ৭ হাজার নেতা-কর্মী ১১০টি বাস ও ট্রেনের একটি বগি দিয়ে ঢাকায় পৌঁছেছেন। ব্যক্তি উদ্যোগেও অনেকে সমাবেশে অংশ নিয়েছেন।