সাভার ও ধামরাই এলাকায় অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় চোলাইমদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

এর আগে রোববার দিবাগত রাত ও সোমবার ভোররাতে আশুলিয়া, ধামরাই ও সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার সদর থানার আমরাইপুর এলাকার আ. রাজ্জাকের ছেলে বিদ্যুৎ শাহ (৩৮), ঢাকা জেলার ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকার মৃত নয়া মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে বুচাই (৩৬) এবং ঢাকা জেলার সাভার মডেল থানার আমিনবাজার হিজলা সিকদার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে আজগর আলী (৫৩)।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

ডিবি পুলিশ জানায়, রোববার রাতে ও সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়া, ধামরাই ও সাভার এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানগুলোতে পৃথক অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।