লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৩ জন আহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর থানায় আহত মাইন উদ্দিন ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের সুলতান মাঝি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
অভিযুক্তরা হলেন মহিন উদ্দিন আনিছ, বেল্লাল হোসেন, মো. সুজন, শাকিল হোসেন, ওমর ফারুক, মো. নাহিদ, মো. নাঈম, হামজা, ফারুক হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত মহিন ও বেল্লালদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বেল্লালরা জোরপূর্বক বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করে। ওই জমিতে থাকা জাল ছেঁড়ার অভিযোগ তুলে পরিকল্পিতভাবে বাঁশ ও লাঠিসোটা নিয়ে মাইন উদ্দিনদের ওপর বেলালরা হামলা চালায়।
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
এতে মাইন উদ্দিনসহ সুমাইয়া আক্তার, শিউলি আক্তার, মো. মোবারক, মনছুরা খাতুন, পারভিন, মাইমুনা আক্তার, জুলফিকার, জিহাদ হোসেন, রৌশন আক্তার, আপন হোসেন, ফরিদা আক্তার ও মহিন হোসেন আহত হয়।
মাইন উদ্দিন বলেন, আমার দখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জাল দিয়ে ব্যারিকেট দেয় আনিস এবং বেলালগংরা। এনিয়ে আমরা থানায় অভিযোগও দিয়েছি। ঘটনার দিন ওই জমির জাল ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বেলালরা আমাদের উপর হামলা করে। আমরা এ ঘটনার সু্ষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত বেলালের মুঠোফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি নিয়ে দু'পক্ষেই অভিযোগ করেছে। ঘটনাটি তদন্তে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।





