ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। কম মাত্রার হওয়ায় বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে ভলকানো ডিসকভারির তথ্যের বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, ঝাঁকুনি বেশ শক্তিশালী ছিল এবং অল্প সময়ের জন্য আতঙ্ক তৈরি হয়।
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
এদিকে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানান।
সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ওই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।





