ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের আলোচনার শুরুতেই এই সিদ্ধান্ত নেয় দলটি।
বৈঠকের শুরুতেই সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ–সংক্রান্ত ইস্যু আলোচনায় আসে। বিএনপি এই ইস্যুতে আপত্তি জানিয়ে আলোচনা থেকে ওয়াকআউট করে। তবে দলটি জানিয়েছে, সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হলে তারা অংশ নেবে।
আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, "আমরা চাই সব রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হোক। অনেক প্রস্তাবনা পরিবর্তন করে উপস্থাপন করা হয়েছে, যাতে সর্বসম্মত ঐকমত্য গড়ে ওঠে। ১২টি বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বাকিগুলোতেও অগ্রগতি হচ্ছে। আমরা একটি ঐতিহাসিক দলিল তৈরির দিকে এগোচ্ছি, যা বাংলাদেশের গণতান্ত্রিক পথচলায় সহায়ক হবে।"
এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাসদের মুশতাক হোসেন এবং বাসদের বজলুর রশীদ ফিরোজ। তখন তাঁরা ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের মাধ্যমে প্রতিবাদ জানান।
আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যত বেশি আলোচনার সুযোগ সৃষ্টি হবে, ততবেশি সমাধান আসবে। তবে বিএনপির এমন আচরণকে সংলাপের ধারাবাহিকতায় বিঘ্ন বলে মনে করছেন অনেকে।