বিদেশ নেওয়ার মত অবস্থায় নেই খালেদা জিয়া: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৪ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে বিদেশ নেওয়ার উপযুক্ত নয়। শারীরিক অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত হলে পরবর্তীতে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আপডেট করেন। তিনি বলেন, “দেশনেত্রী কয়েকদিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা কিছুটা সংকটাপন্ন।”

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

তিনি জানান, দেশের বিশিষ্ট চিকিৎসকসহ আমেরিকার জন হপকিন্স ও লন্ডনের কনিকো হাসপাতালের বিশেষজ্ঞরা তার চিকিৎসা দেখছেন। শুক্রবার রাতে প্রায় আড়াই ঘণ্টা ধরে অনুষ্ঠিত মেডিকেল বোর্ড সভায় সব চিকিৎসকের মতামত বিশ্লেষণ করা হয়েছে এবং চিকিৎসার ধরণ নির্ধারণ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “চিকিৎসকেরা বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া যেতে পারে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার কারণে তা সম্ভব নয়। বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা, এয়ার অ্যাম্বুলেন্স এবং অন্যান্য বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা ও প্রস্তুতি চলমান আছে। শারীরিক অবস্থার অনুমতি মিললে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

তিনি আরও জানান, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস এবং চোখের সমস্যা নিয়ে ভুগছেন। রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষা করার পর বুকে সংক্রমণ ধরা পড়ে, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।