বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া আদায় করলেন রিজভী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে দুটি ছাগল জবাই করে গরীব দুস্থদের মাঝ দান করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে দোয়ার আয়োজন শেষে ছাদকা দেওয়া হয়।

এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি ।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন,নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলম,ডা. মাহবুবুর রহমান শামীম, ডা.জাহিদুল কবির, সাংবাদিক রাশেদুল হক, ওমর ফারুক কায়সার, ডা. আউয়াল, জাকির হোসেন,রাজু আহমেদ উপস্থিত ছিলেন।