রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়া যেসব সুবিধা পাবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৪ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

কারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হন?

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ যেমন—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সমমর্যাদার দায়িত্বে থাকা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে ভিভিআইপি সুবিধা পান। এছাড়া প্রয়োজনে সরকারের সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য যেকোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২ ধারায় বলা হয়েছে, সরকার চাইলে প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অভ্যন্তরীণভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত ব্যক্তিকেও ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করতে পারে

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

কীভাবে ঘোষণা করা হয়?

প্রধানমন্ত্রীর কার্যালয়—বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়—সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করেই এই মর্যাদা দেয়। পদাধিকারমূলক যাঁরা ভিভিআইপি, তাঁদের আলাদা করে প্রজ্ঞাপন প্রয়োজন হয় না।

ভিভিআইপি সুবিধা ও নিরাপত্তা

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে এসএসএফ। তারা ভিভিআইপির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ, হুমকি শনাক্তকরণ এবং সরাসরি নিরাপত্তা প্রদানে নিয়োজিত থাকে।

আইনের ৮(২) ধারা অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই এসএসএফ দৈহিক নিরাপত্তা দিয়ে থাকে। প্রয়োজনে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কাউকে বিনা পরোয়ানায় আটক করা কিংবা পরিস্থিতি অনুযায়ী প্রাণঘাতী শক্তি ব্যবহারের অধিকারও এই বাহিনীর রয়েছে।

খালেদা জিয়াকে ভিভিআইপি তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ের সুরক্ষা সুবিধা তিনি পাবেন।