ডা. জোবায়দা রহমান শুক্রবার সকালে ঢাকায় আসছেন

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩১ পূর্বাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমান শুক্রবার সকালে ঢাকায় আসছেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন। বেলা সাড়ে নয়টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও তারেক রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আতিকুর রহমান রুমন জানান, বেলা সাড়ে নয়টায় তারা ডা. জোবায়দা রহমানকে বিমানবন্দরে পরিবারের পক্ষ থেকে রিসিভ করবেন। তিনি আসার পরই বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

বিএনপি সূত্র জানায়, ডা. জোবায়দা রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে আসবেন। চিকিৎসাধীন শাশুড়ির সর্বশেষ অবস্থা দেখে লন্ডন যাওয়ার প্রস্তুতি দেখবেন। কিছুক্ষণ বিশ্রামের পর আবার বেগম খালেদা জিয়ার এম্বুলেন্সের সফর সঙ্গি হয়ে লন্ডনে যাত্রার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার বিশেষ এ যাত্রার অ্যাম্বুলেন্সটি ঢাকার পথে আছে। তবে লন্ডন যাত্রা কিছু বিলম্ব হতে পারে। দুপুরের পর খালেদা জিয়ার ১৬ জন সফর সঙ্গী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।