সেনাকুঞ্জে যাওয়ার আগেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া: তারেক রহমান
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাওয়ার আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল দুর্বল—এমন মন্তব্য করেছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ ছিল অনুষ্ঠানে অংশ না নেওয়ার, কিন্তু তবুও খালেদা জিয়া মানসিক দৃঢ়তা নিয়ে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হন।
আরও পড়ুন: গুজব ছড়াবেন না, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
তারেক রহমান জানান, সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেওয়ার দুই দিন পর, ২৩ নভেম্বর, খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন।
সভাটির সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
আরও পড়ুন: শত কোটি টাকার মিশনে সাবেক ছাত্রলীগ নেতা, গণপূর্তের সকল বাণিজ্য তার নিয়ন্ত্রণে
জিয়া পরিবারের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, খালেদা জিয়ার সেই অনুষ্ঠানে যাওয়াই প্রমাণ করে তিনি বাহিনীর প্রতি কতটা আন্তরিক। তাঁর ভাষায়, “স্বৈরশাসন দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাছে জিয়া পরিবার সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে চেয়েছে। একই সঙ্গে বাহিনীকে রাজনীতির মধ্যে টেনে এনে দুর্বল করারও প্রচেষ্টা ছিল।”





