নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান সভাপতিত্বে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি তার বক্তব্যে বলেন, দিবস দুটি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সবার আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি প্রতিনিধি, উপজেলা এনসিপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ, ১০ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরলো ভেলাবাড়ীতে

সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সভা।

আরও পড়ুন: গাজীপুর জেলা প্রশাসকের মতবিনিময়: আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান