রাজশাহীতে ৩০ ফুট গভীর পাইপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার দুপুরে ঘটনার পর সাত ঘণ্টা পার হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধারের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে বাবা–মায়ের সঙ্গে ঘটনাস্থলে আসে শিশু মো. আরমান (২)। সেখানে খেলতে খেলতে হঠাৎ ৩০ ফুট গভীর ওই পরিত্যক্ত পাইপের ভেতরে পড়ে যায় সে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

শিশুর বাবা-মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হতে না পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। শিশুটি এখনো জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে বাঁচিয়ে রাখতে পাইপে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

উদ্ধারকর্মীরা জানান, এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়ে এবং পাইপ কেটে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব নিরাপদে শিশুটিকে উদ্ধার করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় ও উদ্বেগ বাড়ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।