‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল প্রতিযোগিতা শুরু করল বিএনপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৯ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক একটি রিল প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি।

দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেইজে নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।

আরও পড়ুন: নির্বাচন বিধিভঙ্গে বিএনপি প্রার্থীকে শোকজ

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। বিজয়ী নির্বাচন করা হবে ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে। তিনি বলেন, আজ থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ড. মাহদী আমিন আরও বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার একটি সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।