কেবল জামায়াতে ইসলামীই অর্থপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: অধ্যাপক জেহাদ খান
বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা আয়োজিত বিজয় র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, ১৯৭১ সালের পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার নামে স্বাধীনতাকেই বিক্রি করে দিয়েছে। তারা স্বাধীনতা বলতে দিল্লির গোলামিকেই বোঝে। কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা বলতে নিজের শক্তিতে, নিজের মেরুদণ্ডের ওপর দাঁড়িয়ে থাকার কথা বোঝায়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের আন্দোলনে দেশের মানুষ বুঝে গেছে—কারা সত্যিকার অর্থে স্বাধীনতা চায় এবং কারা শুধু স্বাধীনতার নাম ব্যবহার করে।
আরও পড়ুন: তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি
বিজয় র্যালিটি করিমগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে করিমগঞ্জ কলেজ মোড়, মধ্য বাজার ও মোরগমহল হয়ে নোয়াকান্দি মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ডা. জেহাদ খান, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাসেম ফজলুল হক, উপজেলা সেক্রেটারি নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, করিমগঞ্জ পৌরসভা সভাপতি সাইফুল ইসলাম এবং করিমগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ দলীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল প্রতিযোগিতা শুরু করল বিএনপি





