মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসতে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের কাছে গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত ট্রাভেল পাস চাইেননি। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “গতকাল রাত পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাইনি।”

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

এদিকে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকা-দিল্লির হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করা কূটনীতি অনুযায়ী নিয়মিত ঘটনা।”

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

তিনি আরও বলেন, “বাংলাদেশের নির্বাচন কেমন হবে তা নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য। তারা বিগত ১৫ বছরের প্রহসনের নির্বাচন নিয়ে কিছু বলেনি। পাশাপাশি, শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে ভারতকে বিরত থাকতে হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা সেভেন সিস্টার বিষয়ে বলেন, “ভারতের সেভেন সিস্টার আলাদা করার বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য অবান্তর।”

এর আগে, গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।