হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, হাদির অবস্থা আগের মতোই অপরিবর্তিত।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি জানান, হাদির শারীরিক অবস্থা বর্তমানে ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক—অর্থাৎ অবনতি হয়নি, আবার উন্নতিও হয়নি। তার হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুটও চিকিৎসা সহায়তার মাধ্যমে বজায় রাখা হচ্ছে।
আরও পড়ুন: শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
হাদির মাথায় রয়ে যাওয়া গুলির অংশ অপসারণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলির অংশটি মস্তিষ্কের ডিপ সিলেট অঞ্চলে অবস্থান করছে। এই পর্যায়ে অপসারণ করলে ব্রেন ফাংশনে দৃশ্যমান উন্নতির নিশ্চয়তা নেই এবং অস্ত্রোপচার বর্তমান শারীরিক অবস্থায় আরও জটিলতা সৃষ্টি করতে পারে।
কিছু মহল হাদিকে সিঙ্গাপুরের বাইরে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার পরামর্শ দিয়েছে, তবে চিকিৎসকরা বলছেন, দীর্ঘ ভ্রমণের ধকল তার শারীরিক সক্ষমতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া পরিবারের মতামত ও সম্মতিও গুরুত্বপূর্ণ। আপাতত চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চলবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টের আওতায় থাকবে। নিয়মিত ইনভেস্টিগেশন ও ক্লোজ মনিটরিং করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতীয় ষড়যন্ত্রে বাংলাদেশের মুসলমানদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
ডা. আব্দুল আহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থা নিয়ে উত্থাপিত উন্নতির দাবির ভিত্তিহীনতা উল্লেখ করে দেশবাসীকে গুজবে কান না দিতে এবং ধৈর্য ধারণের পাশাপাশি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। প্রথমে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়; পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।





