খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

বিমান থেকে নেমে পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। এ সময় বিমানবন্দরের সামনে হঠাৎ জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

দলীয় সূত্র জানায়, খালি পায়ে মাটি স্পর্শ করার বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না। বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা একটি ফুল বাগানের ভেতরে হেঁটে যান তারেক রহমান। সেখানে থাকা ঘাস ও গাঁদা ফুলের গাছের পাশে দাঁড়িয়ে তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান। পরে নিচু হয়ে এক দলা মাটি হাতে নিয়ে পরম মমতায় তা নেড়েচেড়ে দেখেন।

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে এই আবেগঘন মুহূর্তটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তারেক রহমান একটি বাসে ওঠেন। ওই বাসে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরাও ছিলেন। বাসে করেই তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।