জাতীয় কবি নজরুলের কবরে পুষ্পমাল্য অর্পণ করলেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ৩৭ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবির কবরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কবির আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমানি হাদির কবরে জিয়ারত করেন তারেক রহমান। ওই সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, শিক্ষক নেতা অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে স্বাগত জানাতে কয়েক হাজার ছাত্র ও দলীয় নেতাকর্মী জড়ো হন। ছাত্রদলের নেতা-কর্মীদের ভিড়ের কারণে কবি নজরুলের কবর প্রাঙ্গনে তারেক রহমানের গাড়িবহর প্রবেশ করাতে নিরাপত্তা বাহিনীকে বেগ পেতে হয়। গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন তিনি।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

পরে সকাল ১১টা ৪১ মিনিটে সাদা জিপে করে তারেক রহমান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।