এনসিপিতে না গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০১ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা জামায়াত-এনসিপি জোটের অংশ নেবেন না।

মাহফুজ আলম লিখেছেন, “নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। গত দেড় বছর ধরে আমি এই দুই সংগঠনে আমার জুলাই সহযোদ্ধাদের পরামর্শ, নির্দেশনা ও পলিসিগত সহযোগিতা করেছি। তবে আমি এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, তবে ঢাকার কোনো আসনে জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

তিনি আরও উল্লেখ করেছেন, “ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ শীতল যুদ্ধে আছে। এই অবস্থায় কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকা শ্রেয়। বিকল্প তরুণ/জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব — রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে।”

মাহফুজ আলম আশা প্রকাশ করেছেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বিকল্প ও মধ্যপন্থী তরুণ/জুলাই শক্তির উত্থান অত্যন্ত নিকটবর্তী।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান