মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ জানাজা
খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ফিরোজায়
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে নেওয়া হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু সময় আগে কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহবাহী গাড়ি হাসপাতাল ত্যাগ করে।
পথজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
এর আগে ঘোষণা অনুযায়ী, বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
সরকারি সূত্র জানায়, বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।





